আজ - বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৭

যশোর বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি।

যশোরের বাঘারপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙে ডাকাতি হয়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা,স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল। শুক্রবার গভীর রাতে উপজেলার ধুপখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মোহাম্মদ খোকন বাদী হয়ে শনিবার সকালে থানায় অভিযোগ করেছেন।

মোহাম্মদ খোকন জানান, সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি এসেছেন। গত শুক্রবার রাতে তিনি পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ছয় থেকে সাত জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভবনের কলপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর ঘরের কাঠের দরজা ভেঙে ডাকাতদের মধ্যে তিনজন ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদল এ সময় নগদ ৭০ হাজার টাকা, ৫০০ মালয়েশিয়ান রিংগিত এবং সাড়ে তিন লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং জাতীয় পরিচয়পত্র ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। তিনি বলেন, যাওয়ার সময় ডাকাতেরা আমার মাকে তার কক্ষে এবং আমাকে ও আমার স্ত্রীকে বাথরুমের মধ্যে রেখে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে চলে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ধুপখালী গ্রামের প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত