যশোর বাঘারপাড়া নারকেলবাড়িয়া সড়কের মহিরন পীর বাড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাস উল্টে কম বেশি ৪৫ জন বাস যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি গাছে মেরে দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও জেলা মুন্সিগঞ্জ স্থানান্তর করা হয়।
বাঘারপাড়া থানার পুলিশ সাংবাদিকদের জানান বাসটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে করে বাসটি উল্টে যেয়ে যাত্রীরা আহত হন। স্থানীয়রা বলেছেন,বাসটি বেপরোয়া গতিতে চলছিল।