
যশোরে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে রনি রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আটক রনি যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর বলরামপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ওই নারী উল্লেখ করেছেন, স্বামীর মৃত্যুর পর তিনি সদর উপজেলার একটি গ্রামে বসবাস করছেন। মামার বাড়ির এলাকার লোক হওয়ায় রনি রহমানের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে রনি মাঝেমধ্যে তার বাড়িতে যেতো এবং কুপ্রস্তাব দিতো।
গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রনি ওই নারীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে রনিকে আটক করেন এবং পুলিশে খবর দেন। চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রনিকে জিম্মায় নেন। মামলায় আরও উল্লেখ করা হয় এর আগেও রনি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। বুধবার রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।