
যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে বাঘারপাড়া থানাধীন মহিরান এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম সিয়াম (১৫)। সে বাঘারপাড়া উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজওয়ানের ছেলে। সিয়াম বাঘারপাড়া পাইলট স্কুলে পড়াশোনা করে। অপরদিকে সংশ্লিষ্ট কিশোরী একটি মহিলা মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখে মাস্ক পরা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো চাকু দিয়ে সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে ভর্তি সিয়াম জানান, এক কিশোরীর সঙ্গে প্রেমঘটিত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। তার দাবি, ওই কিশোরীর পরিবার পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
সিয়ামের পরিবার জানায়, প্রেমঘটিত বিষয়টি নিয়ে কয়েকদিন আগে স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হয়। দুই পরিবারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়—দুজন প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেওয়া হবে। তবে মেয়েপক্ষ তাৎক্ষণিকভাবে বিয়ের জন্য চাপ দিতে থাকলে উভয় পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।