আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:০২

যশোর বারিনগর বাজারে সড়কে প্রাণ গেলো যুবকের।

যশোর ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার সদর উপজেলার বাগবাগ গঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫)।
এ সময় আহত হয়েছে তার সাথে থাকা একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী(৫০)।

স্বজনরা জানায়, ভোরে প্রাইভেটকার যোগে যশোর থেকে কুমিল্লার যাওয়ার রংপুরে পথে বারীনগর বাজারে পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেনের। এলাকাবাসী আহতের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত