আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:২৬

যশোর বাহাদুরপুর থেকে কাটা রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার।

যশোরে যুবলীগ কর্মী মোহাম্মদ আলী হত্যা মামলার অন্যতম আসামি সন্ত্রাসী নবাব হোসেনের শ্বশুরবাড়ির পাশ থেকে ৩০ রাউন্ড গুলিসহ একটি রাইফেল উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। শনিবার রাত নয়টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে নবাবের শ্বশুর আবু সফিয়ানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত একতলা বিল্ডিংয়ের ভেতর থেকে ওই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান জানিয়েছেন, যুবলীগ কর্মী আলী হোসেন হত্যার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এক পর্যায়ে গোপন সূত্রে জানতে পারেন, নবাবের শ্বশুর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে অস্ত্র গুলি রয়েছে। তারা অভিযান চালিয়ে একটি টু টু বোরের রাইফেল ও ৩০ রাউন্ড গুলি করা হয়।

তিনি আরো জানিয়েছেন,মোহাম্মদ আলী হত্যার সাথে ওই অস্ত্র-গুলির সম্পর্ক আছে কি-না বা ওই অস্ত্র দিয়ে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আলী হোসেন হত্যার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ