আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০১

যশোর বেজপাড়ায় ডাকাতি!- ২২ ভরি গহনা ও ৮২ হাজার টাকা লুটপাটের অভিযোগ।

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে টিবি ক্লিনিক পাড়ার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। একদল চোর রাতের আঁধারে নেছার আলীর বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী বিল্লাল হোসেনের ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২২ ভরি সোনার গহনা ও ৮২ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিল্লাল হোসেনের চাচা লুৎফর রহমান জানিয়েছেন, তার ভাইপো বিল্লাল হোসেনের টিবি ক্লিনিক এলাকায় বাড়ি থাকলেও ওই এলাকার নেছার আলীর বাড়িতে ভাড়া থাকেন। বিল্লালের রেলরোডস্থ টিবি ক্লিনিক মোড়ে একটি মুদির দোকান আছে। তাছাড়া তিনি আলুর পাইকারি ব্যবসা করে থাকেন। বুধবার রাতে তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের মালামাল তছনছ, আলমারি ভাঙা। আলমারিতে রাখা ২২ ভরি সোনার গহনা ও নগদ ৮২ হাজার টাকা নেই। কে বা কারা রাতের আঁধারে গ্রিল কেটে ঘরে ঢুকে তা চুরি করে নিয়ে গেছে। সকালে তিনি বিষয়টি কোতয়ালি থানা পুলিশকে জানান।

কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশরস) আবু হেনা মিলন জানিয়েছেন, চুরির সংবাদ পেয়ে এসআই জাকির হোসেনকে পাঠানো হয়েছিল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগি থানায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে নেয়া হতে পারে।

আরো সংবাদ