যশোর-কলকাতা মহাসড়কে বেনাপোলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে। তিনি বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজে নবীন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা ইসমাইলের বাইসাইকেলের। মুখোমুখি সংঘর্ষে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে মহাসড়কে একটি ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও যানবাহনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।