যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে জমি বন্ধকের ৬০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে একই গ্রামের মফিজুর রহমান (৫৫), মশিয়ার রহমান (৪০) ও সাইদুল্লাহ (৩৪)র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা একত্রিত হয়ে সুমনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেপথ্যের রহস্য উদঘাটন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।