আজ - মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৩০

যশোর বেনাপোল চেকপোস্টে বো মা বিস্ফো রন।

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার বাস টার্মিনালের সামনে রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। হামলাকারীরা মুখে মাস্ক পরে থাকায় তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা বিস্ফোরণের কারণ ও হামলাকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা অবলম্বন করেছে।

আরো সংবাদ