আজ - শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:০৪

যশোর বেনাপোল থেকে পরিতক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির সদস্যরা ধান্যখোলা বিওপির অধীনস্থ জেলেপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে দায়িত্বে থাকা হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৫/১-এস থেকে আনুমানিক ২১ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে ধানক্ষেতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত কার্তুজগুলোর বেইসে “8mm KF” লেখা রয়েছে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, এগুলো ভারতের খড়কি, পুনে জেলার “Ordnance Factory Khadki (OFK)” থেকে উৎপাদিত হয়, যা ভারতীয় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীতে ব্যবহৃত হত। ৮ মিমি ক্যালিবারের এই গুলিগুলো সাধারণত পুরনো ধাঁচের রাইফেল, বিশেষ করে 8mm Mauser টাইপের রাইফেলে ব্যবহৃত হতো।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১১৪০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্তে এ ধরনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত