আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪২

যশোর মেডিকেল কলেজে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর মেডিকেল কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে অত্র প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মহিদুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলায়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ মোঃ গোলাম ফারুক ও ডাঃ আব্দুর রউফ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। এছাড়া মেডিকেল কলেজের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে দ্রুত হাসপাতাল প্রতিষ্ঠার ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের জন্য বহুতল হোস্টেল নির্মাণ এবং ডাক্তারদের চলাচলের জন্য গাড়ির দাবি করা হয়।

আলোচনা সভায় ডাঃ মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিতি ছিলেন ডাঃ অজয় সরকার, ডাঃ মোঃ আমিনুর রহমান, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ সাইদুল হক, ডাঃ সাইদুর রহমান শরীফুল ইসলাম, ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ আবু ফয়সাল, ডাঃ কাজল কান্তি দা, ডাঃ জয়নাল আবেদীন, ডাঃ নাজমুল হক, ডাঃ মাহবুবুর রহমান, মেডিকেল কলেজ ছাত্রলীগে সভাপতি শাহাজাদ জাহান দিহান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রাসেলসহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরো সংবাদ