আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৪৭

যশোর রাজগঞ্জের দশআনি গ্রামের এক দরিদ্র চাষির ২শ’ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দশআনি গ্রামের মাঠে প্রায় ২ বিঘা জমির ২শ’ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ আগস্ট-২০২১) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দশআনি গ্রামের ইব্রাহিম হোসেনের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে। এতে চাষি ইব্রাহিম হোসেনের আনুমানিক ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি সাংবাদিক দের জানান। পেঁপে চাষি ইউপি সদস্য ইবরাহিম হোসেন জানান- সকালে আমার পেঁপের ক্ষেতে যেয়ে দেখি প্রায় ২শ’ ফলন্ত পেঁপে গাছ কে বা কাহারা রাতের আধারে মাজা থেকে কেটে দিয়ে গেছে। গাছগুলো মাটিতে পড়ে আছে। আমি দরিদ্র মানুষ, অনেক ধার-দেনা করে এই জমি অন্যের কাছ থেকে বন্ধক নিয়ে পেঁপের আবাদ করেছিলাম। পেঁপে গাছগুলো কেটে দেওয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমার মাজা ভেঙ্গে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো জানান- আমি এ সংক্রান্ত বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করবো। পেঁপে গাছ কেটে দেওয়ার খবর শুনে ক্ষতিগ্রস্থ উল্লেখিত ক্ষেতে আসা স্থানীয় কয়েক জন গ্রামবাসি বলেন- দরিদ্র মানুষের এ ক্ষতি মেনে নেওয়া যায় না। এটা অমানবিক ঘটনা। ক্ষতিগ্রস্থ দরিদ্র পেঁপে চাষি ইবরাহিম হোসেন সরকারিভাবে কৃষি বিভাগ থেকে সহায়তা-সহযোগিতা পাওয়ার দাবী করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত