আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০২

যশোর রান্না ঘর ও কবুতরের বাক্সে মিলল ৭৬ কেজি ভারতীয় গাঁজা

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৭৬ কেজি ভারতীয় গাঁজার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার বিকেলে রঘুনাথপুর গ্রামের একটি বাড়ির রান্না ঘর ও পাশের গ্রাম স্বরবাংহুদা গ্রামের একটি বাড়ির কবুতরের বাক্স থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। কোন আসামীকে আটক করতে না পারলেও দুই বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রঘুনাথপুর বিজিপি ক্যাম্পের হাবিলদার শান্তি মিয়ার নেতৃত্বে দুটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের সুমন মিয়ার বাড়ি তল্লাশী করে রান্না ঘরের ভিতর থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে স্বরবাংহুদা গ্রামের বকুল হোসেনের বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগে মাদক ব্যবসায়ীদ্বয় পালিয়ে যায়। এঘটনায় বাড়ির মালিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আলী কদরের ছেলে সুমন মিয়া ও স্বরবাংহুদা গ্রামের মিস্টারের ছেলে বকুল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত