আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:৪৫

যশোর রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু

ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর রেলওয়ে। সংযোগ সম্প্রসারণ ও শিপইয়ার্ড নির্মাণের জন্য রেলগেট দক্ষিণাংশের দু’পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে শতাধিক বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ এই বাড়িঘর উচ্ছেদে এর আগে একাধিকবার নোটিস দেয়া হলেও কর্ণপাত করেননি দখলদাররা। রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেছেন, একাধিকবার নোটিস করার পর মঙ্গলবার অভিযান শুরু হয়। রেললাইনের দু’পাশের অবৈধ স্থাপনা এবং বস্তি একে একে উচ্ছেদ করা হবে।এদিকে, সকালে সরেজমিনে দেখা যায় অভিযানের সময় উচ্ছেদ তালিকায় পড়া লোকজন নিজেদের মালামাল সরিয়ে রাস্তায় রাখেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত