আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:১০

যশোর রেল স্টেশনে তেলবাহী রেলের বগি লাইনচ্যুত

যশোর রেল স্টেশনের প্রবেশমুখে তেলবাহী রেলের একটি বগি (ডিটিও) লাইনচ্যুত হয়েছে। ফলে প্রধান লাইনে রেল চলাচল দেড় ঘন্টা বন্ধ ছিল।

যশোর স্টেশন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৬টা ৩৫ মিনিটে পার্বতীপুর থেকে একটি তেলবাহী খালি রেল খুলনায় যাওয়ার পথে যশোর রেল স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়ে যায়। এতে করে রেলের প্রধান লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রেল গেটের মুজিব সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটার পর আবার স্বাভাবিক হয়।

জানতে চাইলে যশোর রেল স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত আটটার পর ১ নং রেললাইন থেকে বগিটির সরিয়ে সারাদেশের সাথে রেল চলাচল স্বাভাবিক করা হয়। তবে লাইনচ্যুত ও তেলের বগি উঠাতে অনেক সময় লাগবে বলে জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত