আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৫৪

যশোর লেবুতলায় চাঁদা না দেওয়ায় একটি পরিবারের মারধর হ ত্যার হুমকি

যশোর লেবুতলায় চাঁদা না দেওয়ায় একটি পরিবারের মারধর এবং হত্যার হুমকি

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী রাশেদা বেগমকে অসাধু চাঁদাবাজরা ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে (১৭ মার্চ) অশ্লীলতা হানি মারধর এবং নির্যাতন করেছে।
আমার ডাকচিৎকারে শশুর আবু কালাম এবং ছেলে আলফাজ এগিয়ে আসলে চাঁদাবাজিরা এলোপাতাড়ি আঘাত করে ভাবে রক্তাক্ত করে এবং হুমকি স্বরূপ বলে যায় আমরা আইনগত ব্যবস্থা নিলে আমাদের বড় ধরনের সমস্যা করবে এ বিষয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

থানায় দেয়া অভিযোগে নির্যাতিত রাশিদা বেগম উল্লেখ করেছেন, গত ১৪ মার্চ হতে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করে আসছে আজিজুল ইসলাম । আর এই টাকা না দেওয়ায় ১৭ মার্চ দুপুর আড়াই টায় তিনি বাড়ি থাকা অবস্থায় ফুলবাড়ী গ্রামের বরকত সরদারের ছেলে আজিজুল ও সিরাজুল , আমির সরদারের ছেলে শিমুল ও তৌহিদ, তাকে কয়েকদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। পরে চাঁদা না পাইয়ে ঘরে জোরপূর্বক ঢুকে ৪০হাজার ৮’শ টাকা এবং সকেজ এ ১২ আনা ওজনের চেইন নিয়ে যায়। এ সময় আমার শ্বশুর আবু কালাম এবং ছেলে আলফাজ বাধা দিলে চাঁদাবাজরা এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার শশুরের মাথায় আঘাত করিয়া চলে যায় এবং বলে যায় আইনি কোনো ব্যবস্থা নিলে পরিবার ধরে ক্ষতি করবো। এ ঘটনায়
রাশেদা বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় ১৭ মার্চ বিকালে অভিযোগ দায়ের করেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত