আজ - রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৩৬

যশোর শংকরপুরে রেজাউল অপহরনে জড়িত ২ জন আটক।

যশোরের শংকরপুর ইসহাক সড়কের রেজাউল ইসলাম অপহরণের একমাস তিনদিন পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার বিষয়ে রহস্য উদঘাটনের পথে কোতোয়ালি থানা পুলিশ। ইতিমধ্যে অপরাধীদের আটকও করা হয়েছে। ধারনা করা হচ্ছে টাকার জন্য তারই ঘনিষ্টজন সবুজ ওরফে রবিউল এ ঘটনার নেপথ্যের কারিগর। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। শনিবার কোতোয়ালি থানায় দুইজনসহ অজ্ঞাত আরও ২/৩জনের বিরুদ্ধে মামলাটি করেছেন রেজাউল ইসলামের স্ত্রী মমতাজ বেগম। সেখানে প্রধান আসামি করা হয়েছে সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলার তালতলা বাজার কুড়ি কাওনিয়া গ্রামের হবি গাজীর ছেলে সবুজ ওরফে রবিউলকে। অপর আসামি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে রিপন হাওলাদার। তারা সব সময় একই সাথে থাকতেন। পাশাপাশি বাড়িতেই বসবাস করতেন। কোতোয়ালি থানা পুলিশ ওই দুইজনকেই আটক করেছে। রাতভর চলছে জিজ্ঞাসাবাদ।

মামলায় রেজাউলের স্ত্রীর অভিযোগ, দুই আসামি ও তারা শংকরপুর ইসহাক সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সে সুবাধে তাদের সাথে স্বামী রেজাউলের ভালো সম্পর্ক গড়ে উঠে। এরমাঝে তারা এক সাথে হয়ে শংকরপুরে রেজাউলের দুই শতক জমির উপর থাকা একটি একতালা বাড়ি  ২১ লাখ টাকায় বিক্রি করেন। ওই টাকা দেয়ার জন্য ২২ মার্চ রাত সাড়ে ১২ টায় মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে তারা শংকরপুরের ইসহাক সড়কের কামরুলের বাড়ির সামনে কথা বলে। একপর্যায় তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে।

ছেলে মেহেদী হাসান চয়ন জানান, শংকরপুরে তার বাবার দোকান রয়েছে। সেখানে দর্জির দোকানের সাথে কাপড় বিক্রি করতেন তিনি। পাশেই সবুজের চা ও মুদিখানার দোকান। আরেক আসামি রিপন বেনাপোলে থাকেন। তিনি বিভিন্ন ভারতীয় মালামাল ওই মদিখানায় রেখে সাপ্লায় দিতেন। তারাই তার বাবাকে জমি বিক্রি করতে বাধ্য করান। এবং ওই টাকা আত্মসাৎকরতে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, তাদের অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে। ইতিমধ্যে শনিবার চট্টগ্রাম থেকে দুই আসামিকে আটক করেছে। তিনি দুইজনকে থানাতেই দেখেছেন। তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বলে তিনি জানান ।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। রহস্য উদঘাটনে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে বিষয়টি গোপন করা হচ্ছে মন্তব্য করে বলেন বিস্তারিত পরে জানানো হবে। তবে, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত