যশোরে কাভার্ড ভ্যানের চাপায় মাসুদ রানা (১৮)নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে শহরের কেন্দ্রীয় কারাগারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের পুত্র। তার পূর্ব বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদি গ্রামে। মাসুদ রানা যশোর শহরের কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী। তার পিতা জেলরোডে ভাজা বিক্রি করেন।
নিহতের পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। জেল রোডে চায়ের দোকান থেকে চা পান করে ১০ গজ দুরত্ব পার হতে না হতেই “শায়লা কার্গো সার্ভস ‘নামে একটি কাভার্ড ভ্যান যশোর শহরে প্রবেশের পথে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে মাসুদ রানাকে চাপা দেয় এবং কাভার্ডটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার। পরে স্থানীয় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আসিফুর রহমান তাকে মৃত ঘোষণা করে বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশ এসে কাভার ভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি এ সময় ঢাকা থেকে যশোর শহর হয়ে স্থলবন্দর বেনাপোলে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।