আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৭

যশোর শহর, সদর ও বাঘারপাড়া আওয়ামীলীগের সম্মেলনের তারিখ পিছিয়েছে!

নিজেস্ব প্রতিবেদক :: যশোর শহর আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষীকি সম্মেলনের তারিখ পিছিয়েছে। এর আগে খুলনা হোটেল সিটি ইনে বর্ধিতসভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে খুলনা বিভাগের অধিনস্থ যশোর জেলাধীন সদর,বাঘারপাড়া উপজেলা ও শহর আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনা হয়। প্রতি সম্মেলনের তারিখ ০৫ দিন করে পিছিয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের কার্যকরি সদস্য এস এম কামাল হোসেন বলেন,  আগামী ১৫ ই নভেম্বর শুক্রবার শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, ১৬ ই নভেম্বর শনিবার যশোর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এবং ১৭ ই নভেম্বর রবিবার বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৪ সেপ্টেম্বর খুলনা হোটেল সিটি ইনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়।এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর রবিবার শহর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।১১ নভেম্বর ২০১৯ সোমবার সদর উপজেলা আ’মীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা আ’মীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে এমন তারিখ পরিবর্তনের কারণ জানতে চাইলে খান জাহান আলী 24/7 নিউজ প্রতিনিধিকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরি সদস্য এস এম কামাল হোসেন জানান, আগামী ৭ নভেম্বর একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে । খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সংসদ চলাকালীন সময়ে সম্মেলনের তারিখ বাতিল করেছেন।

আরো সংবাদ