আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২৫

যশোর শার্শায় ছিনতায়কৃত টাকা সহ ২ ছিনতায়কারী আটক।

যশোরের শার্শা উপজেলায় পান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—গোড়পাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) এবং নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে দুই যুবক তাকে পথরোধ করে। দেশীয় হাসুয়া ও ছুরি দেখিয়ে তারা ব্যবসায়ীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। রোববার (২০ এপ্রিল) আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->