আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৪৫

যশোর সদরে ১০টিতে নৌকা,বিদ্রোহী ৫

যশোর সদরের ১৫ ইউপি’র চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকা প্রতীকের ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিদ্রোহীর মধ্যে বিজয়ী হয়েছেন ৫ জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গ্রুপ রাজনীতির কারণেই নৌকা ডুবলো ৫ ইউনিয়নে।

বেসরকারি ফলাফলে জানা যায়, হৈবতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আবু সিদ্দিক, চুড়ামনকাটি নৌকার দাউদ হোসেন দফাদার, ইছালীতে নৌকার ফেরদৌসি ইয়াসমিন, কাশিমপুর নৌকার শরিফুল ইসলাম, আরবপুরে নৌকার মীর আরশাদ আলী এবং কচুয়া ইউনিয়নে নৌকার লুৎফর রহমান ধাবক, বসুন্দিয়া ইউনিয়নে নৌকার রিয়াজুল ইসলাম খান রাসেল, ফতেপুর ইউনিয়নে নৌকার শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়নে নৌকার আলীমুজ্জামান মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), উপশহরে নৌকার এহসানুর রহমান লিটু বিজয়ী হয়েছেন।

অপরদিকে বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকা পেয়েও শোচনীয় পরাজয় ঘটেছে ৫ ইউনিয়নে। বিদ্রোহীদের মধ্যে জয়ী হয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়নে রাজু আহমেদ (আনারস), নওয়াপাড়ায় হুমায়ুন কবীর তুহিন (মোটরসাইকেল), চাঁচড়ায় শামীম রেজা (আনারস), দেয়াড়ায় আনিসুর রহমান (আনারস) ও রামনগর ইউনিয়নে মাহমুদ হাসান লাইফ (মোটরসাইকেল)।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত