আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:২৬

যশোর সদর উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে দু’জনের মনোনয়নপত্র সংগ্রহ

যশোর সদর উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে। এদিকে গতকাল শনিবার পর্যন্ত দু’জন প্রার্থী ওই শূন্য পদের নির্বাচনে প্রার্থীতার জন্য তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন সদর উপজেলা পরিষদের সাবেক সংরক্ষিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি। তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এখন পর্যন্ত বিএনপির কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১০ ডিসেম্বর যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এই দুই প্রার্থীর একজন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি।
সূত্র মতে, আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ করা হবে ২৪ নভেম্বর। এরপর ১০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ