আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:১৬

যশোর সফর স্মরণ করলেন ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বাংলাদেশের যশোর জেলা সফর স্মরণ করেছেন। তেহরানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সেই সফর স্মরণ করেন ।শুক্রবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তেহরানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এসময় ইরানের নতুন প্রেসিডেন্ট ২০ বছর আগে বাংলাদেশের যশোর জেলা সফরের কথা স্মরণ করেন। তিনি আবার বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০ বছর আগে যশোরে একটি ইসলামী সমাবেশে অংশ নিয়েছিলেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট।
১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।  

আরো সংবাদ