আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০০

যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনী তফসিল শনিবার ঘোষণা করা হয়েছে।

তফসিলে উল্লেখ করা হয়েছে আজ রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ ডিসেম্বর সোমবার ভোটার তালিকার আপত্তি ও নিষ্পত্তি, ৮ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। ১১ ডিসেম্বর মনোনয়ন জমা, ১৩ ডিসেম্বর যাচাই-বাছাই, ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরো সংবাদ