যশোরের সার্কিট হাউজ এলাকায় চারবছরের এক শিশুকে হাতপা খাটের সাথে বেধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক আরমান খড়কি সার্কিট হাউজপাড়ার টুটুলের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ওই শিশুর বাবা। বুধবার সন্ধায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলায় ওই শিশুর বাবা উল্লেখ করেছেন, তিনি পেশায় রিক্সা চালক। তার স্ত্রী মুদি দোকানী। তার চার বছরের শিশু মেয়ে বাড়িতে অধিকাংশ সময় একাই থাকে। বুধবার সকালে তিনি ও তার স্ত্রী কাজে চলে যান। দুপুরে তিনি বাড়িতে এসে দেখেন তার মেয়েকে খাটের সাথে হাত পা বেধে আরমান ধর্ষণ চেষ্টা চালাচ্ছে। এমন সময় তিনি চিৎকারের এক পর্যায় আরমান পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই আরমানকে আটক করে।
এদিকে, বুধবার বিকেলে ওই যুবকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রজনতা থানায় বিক্ষোভ করে। পরে পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় বিক্ষোভকারীরা দ্রæত আরমানের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।