আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২১

যশোর সড়কে ঝরলো দুই প্রাণ

যশোরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। শনিবার (২১মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজারের নিকটে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিচয় এখনো সনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় হতাহতরা তিনজন বাঘারপাড়া থেকে যশোরের আসছিলেন। এমন সময় বাউলিয়া বাজারের নিকটে আসলে নড়াইল অভিমুখী একটি লোকাল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেলে থাকা এক অজ্ঞাত আরোহী নিহত হয়। এবং আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই জন। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক। নিহতের মরদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল মর্গে পৌছায়নি।

আরো সংবাদ