আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:০১

যশোর হাইকোর্ট মোড় থেকে ফেন্সিডিল উদ্ধার আটক-৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এবং পুলিশ আলাদা অভিযানে চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লায়েক উজ্জামান জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে শেখহাটি হাইকোর্ট মোড়ের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় তার বাড়ির ভাড়াটিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি মিজানুর রহমান (৫১) এবং তার স্ত্রী তহমিনা ইয়াসমিন (৩৩)কে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ১১৮ বোতল ফেনসিডিল ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসি জানিয়েছে, এই মিজানুর রহমান একজন চিহ্নিত মাদক বিক্রেতা। বহুদিন ধরে সে এই মাদক দ্রব্য বিক্রি করে আসছে। তার দুই স্ত্রী। তাদের দিয়েও মাদক বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে থানায়। তাদের বিরুদ্ধে উপপরিদর্শক সাইদুর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন।

অন্য এক অভিযানে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে শেখহাটি মসজিদ মোড় এলাকার শুকুর মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই ভাড়াটিয়াকে আটক করা হয়। এরা হলো, রিপন গাজীর স্ত্রী আছিরণ বেগম , শরিফুল ইসলামের স্ত্রী অন্যন্যা ইসলাম বিউটি । তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার ভেকুটিয়া শ্মশানপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে ৪০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছে। এরা হলো, সদর উপজেলার চাঁদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আসিফ হোসেন (২৪) এবং আব্দুল ওহাবের ছেলে আনাছ হোসেন (২১)।

আরো সংবাদ