
যশোরের হামিদপুর মাঠ এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে চালককে অচেতন করে তার ব্যবহৃত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। আহত চালক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ইজিবাইক চালকের নাম হানিফ হোসেন (২২)। তিনি বাঘারপাড়া উপজেলার ইন্দ্ররা গ্রামের আকরাম মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে হানিফ হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে হামিদপুর মাঠ এলাকার দাউদ মোল্লার কালভার্টের কাছে পৌঁছালে যাত্রীর বেশে থাকা দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় হানিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।