আজ - শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০২

যশোর হৈবতপুরে ট্রেনে কে টে অজ্ঞাত যুবক নিহত।

যশোর সদরের বড় হৈবতপুর গ্রামে ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টার দিকে বড় হৈবতপুর গ্রামের মাঝামাঝি ট্রেন লাইনে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার রাত নয়টার দিকে স্থানীয় লোকজন ট্রেন লাইনের উপর ক্ষতবিক্ষত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। এসময় এলাকাবাসী খবর দিলে দ্রুত সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ও রেল পুলিশ ঘটনা স্থলে হাজির হন। এলাকাবাসী ও পুলিশের ধারণা ট্রেনে কেটে যুবকের মৃত্যু হতে পারে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, লাশটি ট্রেনে কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো ঘটনা স্থলে রয়েছে ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত