আজ - সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৩৫

যশোর হৈবতপুর ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার।

যশোর সদরের বড় হৈবতপুর গ্রামে ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টার দিকে বড় হৈবতপুর গ্রামের মাঝামাঝি ট্রেন লাইনে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে।
প্রত্যক্ষদর্শীয় পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় লোকজন ট্রেন লাইনের উপর ক্ষতবিক্ষত এক যুবকের লাশ রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে। এসময় এলাকাবাসী পুলিশ খবর দিলে দ্রুত সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ও রেল পুলিশ ঘটনা স্থলে হাজির হন। এলাকাবাসী ও পুলিশের ধারণা ট্রেনে কেটে যুবকের মৃত্যু হতে পারে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, লাশটি ট্রেনে কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো লাশ ঘটনা স্থলে আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত