আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:০৬

যশোর-৬: কেশবপুর নৌকার মাঝি শাহীন চাকলাদারের উপনির্বাচন প্রচারণার প্রথম দিন

মোঃ জুয়েল হাওলাদার : যশোর-৬: কেশবপুর নৌকার মাঝি শাহীন চাকলাদারের উপনির্বাচন প্রচারণার প্রথম দিন

যশোর-৬ (কেশবপুর) আসনের স্থগিত উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় নড়েচড়ে বসেছেন দলীয় নেতাকর্মী ও ভোটাররা। মাত্র ১০ দিন সময় হাতে নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছেন সকল প্রার্থী। করোনা পরিস্থিতিতে কেশবপুরের মানুষ প্রায় সাড়ে ৫ মাস এমপি শূন্য অবস্থায় অভিবাবকহীন থাকায় নির্বাচনকে স্বাগত জানিয়েছেন তারাও। তবে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ আয়োজনের দাবি তুলেছেন।

১৪ জুলাই অনুষ্ঠেয় এই আসনের উপনির্বাচনে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন করে স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে রোববার সকালেই নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছেন।

এদিন সকালে কেশবপুর মেয়র রফিকুল ইসলাম মোড়ল সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে গণসংযোগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিকালে বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা এলাকায় আরাবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম এবং শহর আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন শাখা ভান্ডারখোলা বাজারে ইউনিয়নের সকল নেতা ও সাধারন জনগনের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নৌকার মাঝি শাহীন চাকলাদারের পক্ষ নির্বাচন প্রচারণা শুরু করেন।

পাশাপাশি সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতারা নির্বাচন নিয়ে উৎসাহব্যঞ্জক আলোচনায় মুখরিত রয়েছেন। সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেও এর বিপক্ষে সমালোচনাও হয়েছে। তবে ওইদিন বিকেলেই স্থগিত উপনির্বাচনের তারিখ ঘোষণার পর চায়ের দোকানের আলোচনায় এবং নির্বানে গতি বেড়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৪ নং ইউনিয়ন আওয়ামিলীগ আহবায়ক বি. এম. ইব্রাহীম হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক দ্বয় – রফিকুল, সামিদ, আজাদ । ১ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক হাসিয়ার রহমান, ২ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক মান্নান গাজী, ৩ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক শেখ উ জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক আতিয়ার রহমান শানা, ৭ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক শওকত আলী, ৮ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক সাজ্জাদ হোসেন, ৯ নং ওয়ার্ড নির্বাচন আহবায়ক আবুল কাশেম এবং প্রত্যেক ওয়ার্ড আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যশোর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১২২ জন আর মহিলা ভোটার ১ লাখ ৮৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৭৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩৭৪টি।

আরো সংবাদ