আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৩৬

রংপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ঘুঘু ডাকাত নিহত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী শওকত আলী ওরফে ঘুঘু ডাকাত নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্যসহ বিদেশী অস্ত্র ও গুলি।রংপুর র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা জানান, গতকাল শুক্রবার ভোর রাতে রাধা কৃষ্ণপুর রহমত পাড়া এলাকায় গোপনে মাদক বেচাকেনা হচ্ছে এমনি গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাবের একটি দল ওই এলাকায় গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে।এ সময় র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় র‌্যাবের সাথে গুলি বিনিময় কালে মাদক ব্যবসায়ী ও শীর্ষ ডাকাত শওকত আলী ঘুঘু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহত ঘুঘু ডাকাতের বাড়ি নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় (পীরজাবাদ) এলাকায়। পরে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। র‌্যাব জানায় ঘুঘু ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৩টির অধিক মামলা রয়েছে।

আরো সংবাদ