আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৭

রঘুরামপুর ও খোলাডাঙ্গায় শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

মুনতাসির মামুন।। করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস করতে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক ঘরে অবস্থান করছে। দোকানপাট, হাট বাজার, অফিস আদালত সব কিছুই বন্ধ।অনেকটা অঘোষিত লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, দিন মজুর, কারখানার শ্রমিক সহ নানা শ্রেণীপেশার মানুষ।

মঙ্গলবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রঘুরামপুরে ১০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল ও ১ কেজি করে আলু বিতরণ করেন ইউনিয়নটির চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আজাহার আলী, দিদার হোসেন, যুবলীগ নেতা রিপন, রাসেল, জসিম প্রমুখ।

রঘুরামপুরে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

অঘোষিত অনির্দিষ্ট কালের এই লকডাউন পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলার কোন সুযোগ নেই। কিন্তু মেহনতি মানুষের পেটতো ক্ষুধার রাজ্যে গদ্যময় । মানবতার এই চরম ক্রান্তিলগ্নে মানবতার দূত হিসেবে কাজ করে যাচ্ছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। ধারাবাহিক ভাবে একের পর এক ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিয়ে দ্বারে দ্বারে হাজির হচ্ছেন এ নেতা।

খোলাডাঙ্গায় দাউদের বাড়ীর সামনে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খোলাডাঙ্গা ২৫০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, সার গোডাউন এলাকায় ৪০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, কলাবাগান পাড়া এলাকায় ৪০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী গাজী, জেসমিন আক্তার প্রমুখ।

খোলাডাঙ্গার সার গোডাউন এলাকায় শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

শাহারুল ইসলাম বলেন মানুষের যে দূরাবস্থা তাতে করে চাহিদার তুলনায় যোগান দিতে পারছি কম। আমার সাথে বা পৃথক ভাবেও যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তবে কাজটি আমাদের সকলের জন্য সহজ হয়ে যেত।

খোলাডাঙ্গার কলাবাগান পাড়া এলাকায় শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য সেই মানুষই যদি না খেয়ে দিনাতিপাত করে এই খবর শুণলে আমার মুখে খাবার ওঠেনা। মালিক যেন তাঁকে মানুষের পাশে কবুল করেন তিনি সকলের নিকট এই দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে মানুষের এই চরম ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানদের সাধ্যমত এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত