আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৩৫

রহস্যময় সেই ব্যাগ!

গতকাল রবিবার দুপরে ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজমোড় বাস টার্মিনাল এলাকায় একটি লাল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।সারাদিন ব্যাগের মালিক খুজে না পাওয়ায় সন্ধ্যার দিকে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে বোমা সন্দেহে কড়া নিরাপত্তায় রাতভর ব্যাগটি পাহারা দেওয়া হয়।

আজ সোমবার সকালে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে মানুষের হাত-পা কাটা মৃতদেহ পায়। ব্যাগটিতে একটি পুরুষের লাশ পাওয়া যায় । ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন আজ সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে ব্যাগটিতে মাছি বসতে শুরু করে। এতে অনেকের সন্দেহ হয় ব্যাগটিতে মানুষের লাশ থাকতে পারে। পাটগুদাম বাস টার্মিনাল এলাকা ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা। গতকাল সন্ধ্যা থেকে ব্যাগটি ঘিরে ছিল উৎসাহী মানুষের ভিড়।

আরো সংবাদ