আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৪

রাজধানীর মহাখালীতে কোভিড চিকিৎসাকর্মীদের সড়ক অবরোধ

এক বছরের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ চাকরিচ্যুত করার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিএনসিসি কোভিড হাসপাতালের কর্মীরা।

বুধবার (১ মার্চ) সকালে মহাখালীতে সড়কে অবস্থান নিলেও পরে দুপুরের দিকে চিকিৎসাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থা নেন। তাদের অভিযোগ, করোনা মহামারির প্রকোপ কমে যাওয়ার পর তাদের দিকে তাকাচ্ছে না কর্তৃপক্ষ। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেতন বন্ধ করে দেয়া হয়। এছাড়া, মঙ্গলবার সকালে সবাইকে ডেকে চাকরি নেই বলে জানানো হয়। চাকরিচ্যুতদের তালিকায় ২০২ জন ওয়ার্ড বয়, আয়া ও অ্যাটেনডেন্ট রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, বকেয়া পরিশোধের পাশাপাশি স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত