আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০২

রাজবাড়ীতে দুই ইলিশের দাম ১৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়া দুটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। মাছ দুটির ওজন হয়েছিল ৪ কেজি।

শনিবার (২৫ মার্চ) দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ। পরে তিনি মাছ দুটি ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

মাছবাজারের সংশ্লিষ্টরা জানান, শুক্রবার (২৪ মার্চ) রাতে পদ্মা নদীতে জেলেদের জালে ৪ কেজি ওজনের ইলিশ মাছ দুটি ধরা পড়ে। শনিবার সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলেরা। সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছ দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে তার দোকানঘরে নিয়ে যান।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে আনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২০০ টাকা লাভ হয়েছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত