আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৪৩

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: নাঈম ইসলাম (মুন্না ) রাজশাহী প্রতিনিধি : রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেরুয়ারি রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মা নদীর পাড়ে ফুল তলায় এ প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহাবুবুর রহমান আইরিন জাফর রবিউল ইসলাম (রবি) হাফিজুর রহমান জোহরল ইসলাম বাচ্চু – পুনর্মিলনী উদযাপন আয়োজক কমিটির আহবায়ক আরিফ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান বলেন, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বন্ধুদের নিয়ে বন্ধু উৎসব উদযাপন ব্যতিক্রমী একটি আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বন্ধুদের দেখা হলো, স্মৃতিচারণ হলো, আনন্দে একটি দিন কাটলো। আমার পক্ষ থেকে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের রইলো শুভ কামনা। পুনর্মিলনী অনুষ্ঠানে নানান কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ৷

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত