আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৩

রাজশাহী-ঢাকা রুটে সরকারি নির্দেশনা মানছে না গণপরিবহন – নিরব প্রশাসন

রাজশাহী প্রতিনিধিঃ গণপরিবহনে আজ বুধবার সকাল থেকে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার কথা। এদিকে  বিভিন্ন এলাকায় দেখা গেছে, গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। অনেক বাসেই যাত্রীরা পাশাপাশি বসছেন। অনেক বাসে আবার অর্ধেক যাত্রী নেওয়ার পর অতিরিক্ত আরও ১২-১৫জন যাত্রী তোলা হচ্ছে। কিন্তু অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে। অনেক বাসে আবার ৬০ শতাংশ নয়, দ্বিগুন ভাড়া নেওয়া হচ্ছে।

দুপুরে ১টার দিকে রাজশাহী -ঢাকা রুটের  শিশির পরিবহন বাসে উঠেছিলেন কোকোলা কোম্পানির কর্মজীবী শাহিনুর রহমান। নাটোর থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি।

শাহিনুর রহমান বলেন, বাসে উঠে দেখি প্রতি সিটেয় যাত্রী । সরকারের নির্দেশ থাকলে তারা নির্দেশ মানছে না। অথচ ডাবোল (দিগুণ) ভাড়া আদায় করছে। এবং পরে আবার ১২-১৫জন বেশি যাত্রী নেওয়া হয়। তাঁদের দাঁড়িয়ে যেতে বলা হয়। দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠ ও নারী যাত্রীদের অনেকে ডাবল করে বসতে দেন। কিন্তু চালকের সহকারী সব যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করেন। অন্য সময় ভাড়া নেওয়া হতো ১০ থেকে ১৫ টাকা, আজ নিয়েছে ৩০ টাকা। আমি সহ কিছু যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের ও অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রতিবাদ করলে বাসের হেলপার ও ড্রাইভার আমার সাথে খারাপ আচারণ করেন।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী -ঢাকা  রুটের বাসগুলোতে দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী দেখা গেছে। অনেক বাসে আসনে যাত্রীদের পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।

এদিকে সরকারের এমন নির্দেশনা থাকলে ও তা মানছেন নাহ গণপরিবহন।  যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া নিলে ও যাত্রী নিচ্ছে অতিরিক্ত।  সরকারের কোনো নির্দেশনা মানছে না।  আমরা অভিযোগের জায়গা ও পাচ্ছি না।  স্থানীয় প্রশাসন ( পুলিশ)  দেখা গেল ও কোনো সুফল পাচ্ছি না

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত