আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪৬

রাজাপুরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু।

দিপু সরকার : যশোর সদর উপজেলার রাজাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (১৯)। সুমনের ফুফাতো মিলন জানায় সবুজের ফুফাতো বোন সাগরিকার জামায়ের পালসার মোটরসাইকেল প্রতিনিয়তই মতই আজও মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু মিলে জামাইয়ের কাছে গাড়ি চালানো শিখছিলো, রাত সাড়ে ৮টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল ষ্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়।

রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছালে সড়কের বাকে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি সজোরে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তারা দু’জন ঘটনাস্থলেই মারা যায়। এবং জামাই আহত হয়, ঘটনা স্থল থেকে সুমনের জামাই দুজন কে উদ্ধার করলেও পরে আর ঘটনা স্থলে জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খবর পেয়ে ইছালী ফাঁড়ি পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নিয়ে যায়। (রাত ১১-৩০ টা) নিহত দু’জনের লাশ

ইছালী ফাঁড়ির ইনচার্জ এস আই রকিব হোসেন ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে ।

আরো সংবাদ