আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪০

রামনগরে কর্মহীনের অন্ন হাতে মানুষের দ্বারে দ্বারে লাইফের পদচিহ্ন।

মুনতাসির মামুন।। করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস করতে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক ঘরে অবস্থান করছে। দোকানপাট, হাট বাজার, অফিস আদালত সব কিছুই বন্ধ।অনেকটা অঘোষিত লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, দিন মজুর, কারখানার শ্রমিক সহ নানা শ্রেণীপেশার মানুষ।

অঘোষিত অনির্দিষ্ট কালের এই লকডাউন পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলার কোন সুযোগ নেই। কিন্তু মেহনতি মানুষের পেটতো ক্ষুধার রাজ্যে গদ্যময় । মানবতার এই চরম ক্রান্তিলগ্নে মানবতার দূত হিসেবে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে কাজ করে যাচ্ছেন সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ। ধারাবাহিক ভাবে একের পর এক ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিয়ে দ্বারে দ্বারে হাজির হচ্ছেন এ নেতা।

গেল মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাজুয়াডাঙ্গা গ্রামের মন্দির মোড়ে নিম্নবিত্ত ২০ টি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন মাহমুদ হাসান লাইফ।

বৃত্ত দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবার বিতরণ করছেন লাইফ৷

লাইফ বলেন মানুষের যে দূরাবস্থা তাতে করে চাহিদার তুলনায় যোগান দিতে পারছি কম। আমার সাথে বা পৃথক ভাবেও যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতেন তবে কাজটি আমাদের সকলের জন্য সহজ হয়ে যেত। রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য সেই মানুষই যদি না খেয়ে দিনাতিপাত করে এই খবর শুণলে আমার মুখে খাবার ওঠেনা। মালিক যেন তাঁকে মানুষের পাশে কবুল করেন তিনি সকলের নিকট এই দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে মানুষের এই চরম ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানদের সাধ্যমত এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

আরো সংবাদ