আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৯

রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত

যশোর সদর উপজেলাধীন ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান (৪১) সড়ক দুর্ঘ টনায় মারা গেছেন।

আজ ২৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় ঝিকরগাছা ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত সাবেক চেয়ারম্যান রেজাইল ইসলাম সহ একই মোটর সাইকেলে হাবিল নামের আর একজন ব্যক্তি সহ বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খান। এতে ঘটনাস্থলে নিহত হন রামনগর ইউনিয়নের রেজাউল হাসান।

নিহতের বেয়াই আরমান হোসেন কাকন জানান, রেজাউলের ঝিকরগাছায় ঠিকাদারী ব্যবসা ছিলো। সেই কাজে তিনি ঝিকরগাছা যাচ্ছিলেন। যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

আরো সংবাদ