আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৩

রাসেল হত্যাকান্ড : মতিয়ার ও সোহেল কে ধরে পুলিশে সোপর্দ।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া শ্মশান পাড়ার রাসেল হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি কুখ্যাত মাদক সম্রাট মতিয়ার ও সোহেল কে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে৷

মতিয়ার

আজ রবিবার বিকেল ৪ টারদিকে ভেকুটিয়ার শ্মশান পাড়া থেকে সানু ফকিরের ছেলে সন্ত্রাসী সোহেল (৩২) ও ভেকুটিয়া দক্ষিণ পাড়া থেকে আবুলের ছেলে মাদক সম্রাট সন্ত্রাসী মতিয়ার কে আটক করে পুলিশে সোপর্দ করেন৷

https://youtu.be/_coSZKEA85A

এর আগে গতকাল শনিবার ওসি তদন্ত তাসলিমুজ্জান ঐ এলাকায় রাতে গ্রাপ্তার অভিযান পরিচালনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালায়ন করে। পরে ওসি তদন্ত ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম আসামিদের গ্রেপ্তারে যৌথ তদন্ত শুরু করেন। আজ চেয়ারম্যানের অভিযানে মতিয়ার ও সোহেল আটক হয়। এ অভিযানে নিহত রাসেলের পিতা আবু সালেক মৃধাও অংশ গ্রহণ করেন। তিনি প্রশাসন ও চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন এবার হয়ত বিচার পাবো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত