আজ - বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৪০

রুমিন ফারহানার ইউটার্ন

ব্যাপক সমালোচনার মুখে প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন। এরআগে, গত ৩ আগস্ট তিনি প্লট চেয়ে আবেদন করেছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।

আবেদন প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমার দলের (বিএনপি) নেতাকর্মীদের আবেগ, অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে এটা করেছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত