আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৩

রুমিন ফারহানার ইউটার্ন

ব্যাপক সমালোচনার মুখে প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন। এরআগে, গত ৩ আগস্ট তিনি প্লট চেয়ে আবেদন করেছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।

আবেদন প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমার দলের (বিএনপি) নেতাকর্মীদের আবেগ, অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে এটা করেছি।

আরো সংবাদ