আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩৮

রূপদিয়া উন্মুক্ত লাইব্রেরির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

‘সবুজ পাতায় প্রাণ, বইয়ের পাতায় জ্ঞান’—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে রূপদিয়া উন্মুক্ত লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার যশোর সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাথমিক শাখায় এই আয়োজন সম্পন্ন হয়।
এদিন প্রাথমিক শাখার শিক্ষার্থীদের মাঝে লাইব্রেরির পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার তালিকায় ছিল—জলপাই, পেয়ারা, কাঁঠাল, চালতা, নিম, আমলকিসহ পরিবেশবান্ধব নানা জাতের গাছ।
চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির বাস্তবিক কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী, প্রাথমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহমিনা খাতুন,সহকারী শিক্ষক চন্ডিদাস বিশ্বাস, লাইব্রেরির প্রতিষ্ঠাতা মহিউদ্দিন সানি, সদস্য আমিনুল ইসলাম,খায়রুজ্জামান রাকিব।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা, প্রকৃতির প্রতি দায়িত্ববোধ এবং সামাজিক মানসিকতা গড়ে তুলতেই এই আয়োজন। তারা আশাবাদী, এ ধরনের ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->