আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৮

রূপদিয়ায় দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ততায় পল্লী চিকিৎসকের আত্বহত্যা!

স্টাফ রিপোর্টার ।। যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে আলমগীর হোসেন নামের এক পল্লী চিকিৎসক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

এব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল জানান, “রূপদিয়া বাজারে আলমগীর হোসেন নামের একজন পল্লী চিকিৎসক নিজ চেম্বারে সিলিং ফ্যানের সাথে গলায় তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যার করেছে বলে পরিবার দাবী করছে। তবে আমরা পৌঁচ্ছানোর পূর্বে লাশ বাড়ি নিয়ে যায় স্বজনরা।”

আলমগীর হোসেন উপজেলার গোপালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রূপদিয়া বাজারে ‘সুরত আলী মার্কেট’ এ নিজ চেম্বারে নিয়মিত রুগি দেখেতেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে পিতা আবুল হোসেনের সঙ্গে কথা বলেন আলমগীর হোসেন। এসময় তিনি কিছু সময় পরে বাড়িতে যাবেন বলে তার বাবাকে জানান। তারপর একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পারলে রাত আনুমানিক ১১ টায় নিহতের ছোট ভাই ইলিয়াজ হোসেন ডাক্তারি চেম্বারে এসে আলমগীর হোসেনকে সিলিং ফ্যানের সাথে তোয়ালে পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখেন। এসময় ভিতর থেকে গ্লাস বেস্টনি দরজা লক দেখে ভেঙ্গে ফেলেন তিনি। পরে স্থানীয় একজন চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন মানসিক ভাবে দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত ছিলেন। এছাড়াও তিনি অসুস্থও ছিলেন। এ কারণেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্বজনদের। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত