আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১২

রূপদিয়ায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টের খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।

রূপদিয়া প্রতিনিধি : মঙ্গলবার (১০-১১-২০২০) বিকাল ৩ টায় যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী মাঠে জিরাট দিগন্ত ক্লাব ফুটবল কাপ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম খেলা অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলার গাবখালি ফুটবল একাদশ ও সদর উপজেলার গাইদগাছী ফুটবল একাদশ এর মধ্যকার লেখাটি । ম্যাচটির নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে গাবখালী একাদশের হয়ে শাহীন হোসেন ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করন। গাইদগাছীর হয়ে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা আনেন। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে গাইদগাছী ৪ ও গাবখালী ৩ গোলে গাইদগাছী একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। গাইদগাছী একাদশের বিল্লাল সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রূপদিয়া সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবল হোসেন, ইউপি সদস্য ফসিয়ার রহমান, আজিম বিশ্বাস, আব্দুল আলিম, রাশেদুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন ইমরান খান, সহকারী সাইফুল ইসলাম ও ফরহাদ রেজা। ধারাভাষ্যকার ছিলেন- মাছুম রেজা।

আরো সংবাদ