আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৩

রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদযাপন

ঐশী,স্কুল প্রতিনিধি: বই উৎসব। অন্য রকম উত্তেজনা। শিক্ষার্থীরা বসে আছে নিজ নিজ আসনে। কিছুক্ষণের মধ্যেই তারা হাতে পাবে নতুন বই। পেয়েও গেল। বই বিতরণ শুরু হলে উৎসবে মেতে ওঠে তারা।

অথৈ নবম শ্রেণিতে উঠল। ভালো ফলাফল। শিক্ষকদের সহযোগিতা নিয়ে আরও ভালো করে পড়াশোনা করার পরিকল্পনা তার। মৌসি ৬ষ্ঠ শ্রেণিতে, পঞ্চম শ্রেণিতে উঠে কয়েকমাস ক্লাস করে করোনার কারনে বন্ধ হওয়া স্কুল আর খোলেনি। পরীক্ষা ছাড়াই ৬ষ্ঠ শ্রেণিতে উঠে বছরের প্রথম দিনেই বই পেয়ে ও মহা খুশি। সোনালী ও রিতু একই শ্রেণির ছাত্রী। কী এক উচ্ছ্বাস তাদের!
মৌসি বলে, অপার আনন্দ! বইয়ের ফিতা খুললেই নতুন বই,নতুন গন্ধ। আনন্দপাঠ বইটা কী চমৎকার! 

যশোর সদর উপজেলাধীন ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের একমাত্র নারী বিদ্যাপীঠ রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্‌যাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, ম্যানেজিং কমিটির সদস্য ও ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালাম আসাদ পারভেজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ফসিয়ার রহমান ভুট্টো, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উত্তরণ বিডি’র সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সানি সহ শিক্ষক-অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি ও নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস বলেন, “বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোনও বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্যে প্রধান শিক্ষক আলী আকবর ছেলেবেলার শিক্ষাজীবনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগে বড় ভাইয়ের পুরোনো বই পড়ত ছোট ভাইয়েরা। সময়ের সঙ্গে এখন এই ধারার পরিবর্তন হয়েছে। প্রতি বছর শিক্ষার্থীদের হাতে আসছে নতুন বই। “
বই উৎসবে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আবু সালাম আসাদ পারভেজ বক্তব্য রাখেন। তিনি বলেন, “সরকারের অনেক ভালো কাজের মধ্যে বই বিতরণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে। বইয়ের গন্ধে ফুলের মতো ফুটে উঠছে কোমলমতি শিক্ষার্থীরা। এ এক অভিনব এবং বিস্ময়কর ব্যাপার।”

এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত