আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৬

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের পূর্ণ সমর্থন আছে : জয়শঙ্কর

বাংলাদেশ সংবাদ :: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণলয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সম্প্রতি লেখা এক চিঠিতে উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি এর সঙ্গে জড়িত সকলের সর্বোত্তম স্বার্থ।
জয়শঙ্কর আরো বলেন, এটি টেকসই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতারও সর্বোত্তম স্বার্থ।
তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি লোককে আশ্রয় দেয়ার বোঝা কাঁধে নেয়ার জন্য বাংলাদেশের প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করেন।
বাংলাদেশ বর্তমানে মিযানমারের রাখাইন স্টেট থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলায় আশ্রয় দিচ্ছে। এদের বেশির ভাগই এসেছে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত