আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৪

র‍্যাগিং ফৌজদারি অপরাধ, মামলায় বাধা নেই : হাইকোর্ট।

ঢাকা অফিস।। র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ, এ অপরাধের জন্য ফৌজদারি আইনে মামলা হতে বাধা নেই বলে জানালেন হাইকোর্ট। রোববার এ আদেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ।

এখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া যাবে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। ওই আইনে উত্ত্যক্তের পাশাপাশি র‍্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় এ প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। নবীন বরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র‍্যাগিং হয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এজন্য এটি বন্ধে কঠিন আইন করার কথা বলেন হাইকোর্ট।

এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন সবোর্চ্চ আদালত।

আরো সংবাদ